Home » জাতীয় » ভোলায় দু’টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

ভোলায় দু’টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত

কামরুজ্জামান শাহীন,ভোলা :
ভোলার চরফ্যাসন উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের দু’টি অবৈধ ইট ভাটা গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যামাণ আদালত।
সোমবার (৮ মার্চ) বিকাল ২ টার দিকে উপজেলার দক্ষিণ আইচা থানার চর মানিকা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুরান বাজার এলাকায় পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


গুড়িয়ে দেয়া ইট ভাটাগুলো হলো- স্থানীয় আ’লীগের সাধারণ সম্পাদক ও চর মানিকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.সোহাগ আখনের মালিকাধীন রাত্রী ব্রিক্স ও জিয়া আখনের মালিকানাধীন আকন ব্রিক্স।
ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক রফিকুল ইসলাম মিয়া জানান, ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ নষ্ট করায় অনুমোদন বিহীন অবৈধ ইট ভাটা পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী মাজিস্ট্রেট মো.ছাদেকুর রহমানের নির্দেশে ভোলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল মালেক মিয়া ভেকু মেশিন দিয়ে ইটভাটা দুটি গুড়িয়ে দেন। ফায়ার সার্ভিসের কর্মিরা পানি দিয়ে ভাটার আগুন নিভিয়ে দেয়।
এ সময় র‌্যাব -৮, পুলিশ, ম্যাজিস্ট্রেট, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের কর্মিরা এ অভিযানে অংশ নেন।r

0 Shares