Home » জাতীয় » মেহেরপুরে নানা আয়োজন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে

মেহেরপুরে নানা আয়োজন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে

মেহেরপুর প্রতিনিধি :
মেহেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। দিনের প্রথম প্রহরে শহীদ সামসুজ্জোহা পার্কে ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। শুক্রবার সূর্যোদয়ের সাথে সাথে কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতি সৌধে এবং জেলা প্রশাসকের কার্যালয় চত্বর গণকবরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা প্রশাসকের পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনছুর আলম খান পূস্পমাল্য অর্পণ করেন। এর পরে পুলিশ সুপার এর পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, পৌর মেয়র মাহফিজুর রহমান রিটন, সদর উপজেলা পরিষদের পক্ষে চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম ও নির্বাহী কর্মকর্তা মাসুদুল আলমসহ পর্যায়ক্রমে জেলা আওয়ামী লীগ, জেলা বিএনপি, মুক্তিযোদ্ধা পরিষদ ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজিৈতক সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করে।


এর আগে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারিভবন সমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া ক্রীড়া প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা, মক্তিযুদ্ধে শহীদ/আত্মদানকারী/যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য প্রার্থনা, হাসপাতাল এবং জেলখানায় উন্নতমানের খাবার পরিবেশন, বিভিন্ন সরকারি/বেসরকারি ভবনে আলোকসজ্জা, চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণী, মুক্তিযোদ্ধাভিত্তিক চলচ্চিত্র প্রর্দশনসহ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে দিবসটি পালিত হয়।r

0 Shares