Home » জীবনধারা » শুভ জন্মদিন, প্রিয় আবুল হোসেন স্যার

শুভ জন্মদিন, প্রিয় আবুল হোসেন স্যার

আজ ২৬ এপ্রিল। আমার প্রিয় শিক্ষক আবুল হোসেন স্যারের জন্মদিন। শুভ জন্মদিন স্যার।
আমি তিনটি মাধ্যমিক স্কুলে পড়েছি। নতূন খয়েরতলা মাধ্যমিক বিদ্যালয়, ক্যান্টনমেন্ট হাইস্কুল এবং ছাতিয়ানতলা চুড়ামনকাটি মাধ্যমিক বিদ্যালয়ে। তিনটি স্কুলই যশোর শহরের আশেপাশে অবস্থিত। স্কুলে পড়ার সময় আমি সবসময় ইংরেজিতে কম নম্বর পেতাম। যা পেতাম মুখস্থ বিদ্যার ওপর ভর করে। ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামারে খুবই দুর্বল ছিলাম। ভয়েসচেঞ্জ,ন্যারেসন,টেন্স ইত্যাদি ভালো মতো পারতাম না। কেন পারতাম না তখন? এসব নিয়ে ভাবি এখনো। আসলে ভালো শিক্ষকের অভাবে হতে পারে কিংবা নিজের চেষ্টার অভাবও হতে পারে। তবে আমার ইংরেজির গ্রামারের এই দুরবস্থা থেকে নিষ্কৃতি পেতে টনিকের মতো কাজ দিয়েছিল আবুল স্যারের ইংরেজি ক্লাস। তার পাশাপাশি স্যারের কাছে পড়তাম। স্যার এমন সুন্দর করে গ্রামার শিখিয়েছিল তা ভুলবার নয়। এতদিন যা ছিল আমার কাছে পাহাড়ের মতো কঠিন কিছু, তিনি শেখানোর পর মনে হয়েছিল তা পানির মতো সহজ। এমন শিক্ষক আমাদের দেশে দরকার। আজও ভুলিনি সেসব কথা। আবুল স্যার আমার কাছে একজন অন্য রকম মানুষ। আমার দৃষ্টিতে সেরা শিক্ষক, পূজনীয় ব্যক্তি। দশম শ্রেণিতে আমাদের ইংরেজি ক্লাস নিতেন নন্দী স্যার ও আবুল স্যার। আবুল স্যার ছিলেন আবার আমাদের স্কুলের হেডস্যার। বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও মাস্টার্স করেছিলেন স্যার। আমরা স্যারকে একদিন জিজ্ঞেস করেছিলাম ‘ স্যার আপনি তো কলেজের শিক্ষক হতে পারতেন। তিনি সেদিন বলেছিলেন কলেজের একজন সাধারণ শিক্ষক হওয়ার চাইতে একটি প্রতিষ্ঠানের প্রধান হওয়াই ভালো। স্যারের যুক্তিটি তখন মনে ধরেছিল। আবুল স্যার অল্পভাষী, একটু গম্ভীরও ছিলেন। আমরা সবাই স্যারকে খুব ভয় পেতাম। তবে অল্প সময়ের মধ্যে স্যারের সাথে ভালো সম্পর্ক গড়ে ওঠেছিল। আদর্শ শিক্ষকের সব গুণ ছিল স্যারের মধ্যে। তিনি দীর্ঘদিন শিক্ষক সংগঠনের নেতৃত্বে ছিলেন। বেশ কয়েক বছর হলো স্যার অবসরে গেছেন। আমার সাথে স্যারের সরাসরি কোনো যোগাযোগ নেই। তবে আমি আমার সেজভাইয়ের মাধ্যমে স্যারের খোঁজ খবর রাখি। আমার ভাইও একজন প্রধান শিক্ষক ও শিক্ষক নেতা। আগেই বলেছি,স্যারের সাথে যোগাযোগ নেই বটে, তবে আমার অস্তিত্বে তিনি বিরাজ করেন সর্বদা। কারণ তিনি আবুল হোসেন বাংলায় যার অর্থ ‘সুন্দরের পিতা’।লেখক পরিচিতি : কলামিস্ট ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক ।

0 Shares