Home » Uncategorized » সরকারি কর্মকর্তা পরিচয় প্রদানকারী চক্রের মূল হোতা গ্রেফতার

সরকারি কর্মকর্তা পরিচয় প্রদানকারী চক্রের মূল হোতা গ্রেফতার

 

 

নিউটার্ন ডেস্ক :

জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও র‌্যাব-৩ এর যৌথ অভিযানে রাজনৈতিক ব্যক্তিত্ব ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা পরিচয় প্রদানকারী চক্রের মূল হোতা মো. ইবনে মিজান রনি (৫০) গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন :

বেনাপোল বন্দরে ৫দিন আটকে আছে ভারত থেকে আমদানিকৃত ২হাজার মে:টন চাউল

করোনাভাইরাস : ছাড়িয়ে গেল ১০ কোটির ঘর

 

 

 

মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাজধানীর মতিঝিল থানার গোপীবাগ এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গত বছরের ২২ নভেম্বর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দফতরে বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপসের মাধ্যমে সংস্কৃতি প্রতিমন্ত্রীর স্বাক্ষরকৃত আনসার পদে চাকরি দেয়ার একটি সুপারিশ পত্র আসে। বিষয়টি সন্দেহ হলে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, আবেদন পত্রটি প্রতারক মো. ইবনে মিজান রনি (৫০) তার নিজের জনপ্রিয় অ্যাপস হতে আনসার সদস্য সদর দফতরে পাঠিয়েছেন। অভিযোগের ভিত্তিতে এনএসআই ও র‌্যাবের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গোপীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে তিনটি মোবাইল ফোন, তিনটি সিম কার্ড এবং প্রতারণামূলক মেসেজের ৮ পাতা স্কিনশট উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে র‌্যাব।

 

 

 

 

 

 

 

 

0 Shares