Home » সারাদেশ » সুনামগঞ্জের শাল্লায় ইউপি চেয়ারম্যানের হাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা লাঞ্ছিত

সুনামগঞ্জের শাল্লায় ইউপি চেয়ারম্যানের হাতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা লাঞ্ছিত

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লায় নব নির্বাচিত এক ইউপি চেয়ারম্যানের হাতে পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা শারীরিক ভাবে লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ৫ম ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে নির্বাচিত উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টু গত বৃহস্পতিবার ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টায় শাল্লা পানি উন্নয়ন বোর্ডের অফিসে এস ও মোহাম্মদ আব্দুল কাইয়ূমের বিশ্রাম কক্ষে ঢুকে ২০টি পিআইসি দাবি করেন এবং অকথ্য ভাষায় গালাগাল করে ও পরনের কাপড়-চোপড় টানা-হেছড়া করে লাঞ্ছিত করে। জানা যায় চলিত বছরে শাল্লায় মোট ১৩৬টি হাওররক্ষা বাঁধের কাজ বাস্তবায়নে পিআইসি গঠনের কাজ চলমান রয়েছে। এর থেকে ২০টি পিআইসির কাজ নিজের বলয়ে নিতে মোহাম্মদ আব্দুল কাইয়ূমকে দীর্ষদিন থেকে চাপ সৃষ্টি করে আসছেন চেয়ারম্যান নান্টু চৌধুরী। সর্বশেষ কাজ না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নিজে ওই কর্মকর্তার উপর হামলা চালায়। পরে রাতেই এবিষয়ে শাল্লা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন এস ও মোহাম্মদ আব্দুল কাইয়ূম। এ মোহাম্মদ আব্দুল কাইয়ুম বলেন, চেয়ারম্যান নান্টু একাই ২০টি পিআইসি দাবি করেন।
দাবি মিটাতে না পারায় ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যান নিজে আমার উপর হামলা চালিয়ে আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এব্যাপারে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টুর মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। কারণ তার ফোনটি বন্ধ রয়েছে। এবিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলামের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, সংশ্লিষ্ট বিষয়ে শাল্লা থানায় মামলা হয়েছে, মামলা নং- ০২,তারিখ- ২১জানুয়ারি।

0 Shares