Home » জাতীয় » সুনামগঞ্জে শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জে শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জ প্রতিনিধি:

উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) এর আওতায় শিক্ষার গুণগতমান বৃদ্ধিকল্পে প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি,সহ-সভাপতি ও প্রধান শিক্ষকদের দায়িত্ব কর্তব্য ভুমিকা ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল থেকে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের বাস্তবায়নে ও স্থানীয় সরকার বিভাগ ও জাপা ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহয়তায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুনঃ দেশে প্রথমবারের মতো দু’টি মোটরসাইকেল উন্মোচন করলোঃ মোটরসাইকেল ব্র্যান্ড কেটিএম

এসএমই লিড ব্যাংকের জন্য ১০ নির্দেশনা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল,নিবার্হী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা, ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া,শিক্ষা অফিসার এ কে এনামুর রহিম বাবর প্রমুখ।

উল্লেখ্য-সুনামগঞ্জ সদর উপজেলার ১৩ টি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, সহ-সভাপতি ও প্রধান শিক্ষক প্রশিক্ষণে অংশ গ্রহণ করেণ।

0 Shares