Home » জাতীয় » সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় রংপুর জোনের গণ শুনানি

সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতায় রংপুর জোনের গণ শুনানি

 

ওয়াহেদুর রহমান, দিনাজপুর :
সড়ক ও জনপথ অধিদপ্তর,রংপুর জোন, রংপুরের কার্যক্রম সম্পর্কে গণ শুনানি সম্পন্ন হয়েছে। ৩১ মার্চ বুধবার সকাল সাড়ে ১১ টায় রংপুর সড়ক ভবনের সম্মেলন কক্ষে এই গণ শুনানি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সড়ক বিভাগ রংপুর জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দিনাজপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ সুরুজ মিয়া, রংপুর সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ রাশেদুল আলম, দিনাজপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, নীলফামারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম, রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান,বগুড়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আসাদুজ্জামান, জয়পুরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, ঠাকুরগাঁও সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মনসুরুল আজিজ, লালমনিরহাট সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাহবুব আলম, কুড়িগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জহিরুল ইসলাম, গাইবান্ধা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ ফিরোজ আখতার,পঞ্চগড় সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান প্রমুখ। এছাড়াও গনশুনানীতে অংশ নিয়ে বক্তব্য রাখেন নীলফামারী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী কামিনী কান্ত রায়, সড়ক বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত উপ-বিভাগীয় প্রকৌশলী, সহকারী প্রকৌশলী, রংপুর সহ বিভিন্ন জেলা থেকে আগত ঠিকাদার বৃন্দ, রংপুর ও দিনাজপুর থেকে আগত সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানের শুরুতেই অতিরিক্ত প্রধান প্রকৌশলী রংপুর জোনের উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে গণশুনানিতে সকলকে অবহিত করেন।

0 Shares