Home » আন্তর্জাতিক » বিমানের অতিরিক্ত ভাড়া এড়াতে গর্ভবতী !
রেবেকা অ্যান্ড্রোজ। ছবি: সিএনএন

বিমানের অতিরিক্ত ভাড়া এড়াতে গর্ভবতী !

বিমানে অতিরিক্ত মালামাল বহনে যাত্রীদেরকে অতিরিক্ত অর্থ গুণতে হয়, এ কথা তো সবারই জানা। অতিরিক্ত অর্থের হাত থেকে বাঁচতে কত জন কত কিছুই না করেন।

কিছুদিন আগে এক নারী অতিরিক্ত সকল কাপড় নিজের শরীরে চাপিয়ে দিয়ে সংবাদের শিরোনাম হয়েছিলেন। এবার গর্ভবতী সাজলেন অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক রেবেকা অ্যান্ড্রোজ। তার গর্ভবতী সাজার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, মালামালে রেবেকার ব্যাগ ভরে যাওয়ার পরও ল্যাপটপ, চার্জার ও কিছু কাপড় অবশিষ্ট রয়ে গেছে। এবার বুদ্ধি করে ল্যাপটপ তুলে নেন পিঠে । আর চার্জারটি কাপড়ে মুড়িয়ে তা ঢুকিয়ে দেন জামার ভেতরে তলপেটের অংশে। ফলে তাকে দেখতে একেবারে গর্ভবতী নারীর মত মনে হয়।এই সাজেই তিনি চেপে বসেন জেটস্টারের বিমানে। ফলে তিনি বাঁচিয়ে ফেলেন ৬০ মার্কিন ডলারের লাগেজ ফি!

নিউটার্ন.কম/RJ

10 Shares