নিজস্ব প্রতিবেদক : রোটারী ক্লাব,ঢাকা,আজলিব ও বিডি নীয়ালা নিউজের সম্পাদক মাহফুজার রহমান মন্ডল ও সহযোগি বন্ধুদের সহযোগিতায় ও শিক্ষার্থীদের নিয়ে কাজ করা সামাজিক সংগঠন এ্যাডকিউ এর উদ্যোগে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের মণ্ডল বাড়ির প্রাঙ্গণে ৩টি প্রাথমিক বিদ্যালয়ের হত-দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বিদ্যালয়গুলো হলো মাগুড়া বিদ্যালয় সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া খামাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,মাগুড়া মাস্টার পাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিতরণের সময় এ্যাডকিউ এর সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি নীয়ালা নিউজ এর চেয়ারম্যান ও সাবেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, কবি, সাহিত্যিক ও নাট্যকার ও গাড়াগ্রাম উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম আল আজাদ,মাগুড়া উচ্চ সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন নাহার,সহকারি শিক্ষক রুখসেনা নাসরিন রেখা, মাগুড়া খামাত পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ আখতার, সহকারি শিক্ষক গোলাম মোস্তফা চাঁন, আসিফ আল আজম,মাগুড়া মাস্টার পাড়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক লাইনুর নাহার বেগম, মোরশেদা বেগম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহ:সভাপতি দৈনিক আজকালের খবর ও দাবানল প্রতিনিধি কাওছার হামিদ, আর্ন্তজাতিক মানবধিকার সংস্থা (আসক) এর সাধারণ সম্পাদক আজাদ হোসেন আওলাদ, প্রচার সম্পাদক শেখ সাদি প্রমুখ।
এ্যাডকিউ এর উদ্যোগে কিশোরগঞ্জ উপজেলায় এখন পর্যন্ত ৬টি ইউনিয়নের স্কুল,কলেজ, মাদ্রাসা সহ স্থানীয় হত-দরিদ্র শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।