মীর সবুর আহম্মেদ :
৪ মে শনিবার বিকেল ৩ টায় মেসার্স ওমর ট্রের্ডাস এর উদ্যোগে নেত্রকোনা, সারা কমিনিউটি সেন্টার মিলনায়তনে পার্টনার মিট আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেসার্স ওমর ট্রের্ডাস স্বত্বাধিকারী সালমান ওমর রুবেল ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শুন শিং গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান সেভেন রিংস্ সিমেন্ট এর সম্মানিত চিফ মার্কেটিং অফিসার মোঃ হারুন-উর রশিদ, তিনি সেভেন রিংস্ সিমেন্ট এর বিক্রয় বৃদ্ধির লক্ষ্যে সকলের উদেশ্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সেভেন রিংস্ সিমেন্ট’র এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (সেলস এবং মার্কেটিং) মোহাম্মদ আজমগীর তালুকদার হিরু, অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজার (সেলস এবং মার্কেটিং) আলী-নূর তানভীর ও আমিনুল ইসলাম শুভ (এডি)লি: জামালপুর, শেরপুর, আরো উপস্থিত ছিলেন ওমর ট্রের্ডাস এর জেনারেল ম্যানেজার মো: আব্দুল খালেক।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করে অনুষ্ঠান শুরু করা করা হয়। অনুষ্ঠানে শুরু থেকে মিষ্টি ভাষায় উপস্থাপনা করেন টেরিটরি সেলস অফিসার নুরুল কবির রানা।
অনুষ্ঠানে নেত্রকোনা ব্যবসায়ীদের মধ্যে পারফরমেন্স গিফট ফ্রিজ, মোবাইল ও বিদেশি সোনার অলংকার সহ কমন গিফট প্রদান করা হয়।