Home » Uncategorized » জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তাগাছায় শোক র‍্যালি

জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তাগাছায় শোক র‍্যালি

মীর সবুর আহম্মেদ,
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি :
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় শোক র‍্যালি করেছেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মিরা। আগস্ট মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগ এর কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়।
‘শোক হোক শক্তি’ স্লোগানে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও মেয়র বিল্লাল হোসেন সরকার এর নেতৃত্বে র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিটি মুক্তাগাছা পৌরসভার সামনে গিয়ে শেষ হয়।
শোক র‍্যালিতে মুক্তাগাছা উপজেলা আওয়ামী লীগ এর প্রচার সম্পাদক সেলিম সরকার, ক্রিয়া-বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির হুমি, মহিলা আওয়ামী লীগ, যুবলীগের সভাপতি মাহাবুবুল আলম মনি, সাবেক যুব-মহিলা লীগ এর সভাপতি ইশরাত জাহান তনু, ছাত্রলীগ এর সাবেক উপজেলা শাখার সভাপতি শুভ চন্দ্র দে, যুগ্ন-সাধারণ সম্পাদক রানা চন্দ্র দে, আবরার রাকিব ছাড়াও আওয়ামী লীগ, তাতীঁলীগ সহ সকল অঙ্গসংগঠনের নেতাকর্মিরা অংশ নেন।
মিছিল শেষে উপজেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও মুক্তাগাছার মেয়র আলহাজ্ব বিল্লাল হোসেন সরকার বলেন, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না এবং আজও আমরা পাকিস্তানের দাসত্বের নিগড়ে আবদ্ধ থাকতাম, ইতিহাসের মহামানব সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি দুনিয়ার নির্যাতিত-নিপীড়িত মানুষের শ্রেষ্ঠবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা এই আগস্ট মাসে হারিয়েছি। শোকাবহ আগস্টের সেই কালরাতে ঘাতকের নির্মম বুলেটে প্রাণ হারিয়েছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবসহ জাতির পিতার পরিবারের অন্যান্য সদস্যগণ-তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করি।

0 Shares