ফজলুর রহমান,নাটোর :
নাটোরের বাগাতিপাড়ায় গ্রাম্য ডাক্তার কল্যাণ সমিতির আয়োজনে করোনা ভাইরাস সতর্কতায় বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে মালঞ্চি বাজার, দয়রামপুর, বিহারকোল, তমালতলা, যোগিপাড়া, আজগরমোড়, জিগরী, কাঁকফো, রহিমানপুর বাজারে স্থানীয় দোকানদার, যানবাহন চালক, যাত্রী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে এই সতর্কতামূলক মাস্ক বিতরণ করা হয়।
এসময় নাটোর জেলা গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির সভাপতি গ্রাম ডাঃ রহমত আলী, বাংলাদেশ ডাগিস্ট অ্যান্ড ক্যামিস্ট সমিতির বাগাতিপাড়া শাখার সভাপতি আনসার আলী মন্ডল, বাগাতিপাড়া গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজেদুর রহমানসহ সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
সাধারণ সম্পাদক সাজেদুর রহমান এ সময় বলেন, সাধারণ মানুষদের মাঝে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য। শুধু সরকার নয় আমাদেরও এই সমাজের মানুষের জন্য অনেক কিছু করার আছে। সেই প্রত্যয় থেকেই আমরা এই কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এই কর্যক্রম চলমান থাকবে।