ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার ২৮ এপ্রিল সকালে ডিমলা উপজেলায় পরিবেশ সংরক্ষণ ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনটি ডিমলা বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে র্যালি শেষে আলোচনা সভার আয়োজন করে। সংগঠনটির সভাপতি মহিকুল ইসলামের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম৷
বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়। আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা প্রমুখ।