Home » Uncategorized » ডিমলায় মাছ চাষি ও মাছ ব্যবসায়ীদের প্রশিক্ষণ

ডিমলায় মাছ চাষি ও মাছ ব্যবসায়ীদের প্রশিক্ষণ

 

বাদশা সেকেন্দার ভুট্টো , ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ
ডিমলায় মাছের আহরণ- পরবর্তী ক্ষতি ও ক্ষতির কারণসহ মাছের পচন এবং পচন রোধ করার পদ্ধতি বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২৫ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মাছ চাষি, জেলে ও মাছ বিক্রেতা অংশ গ্রহণ করেন।
মঙ্গলবার ১৯ এপ্রিল উপজেলা মৎস্য অফিস কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন।
এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার এর সঞ্চালনায় মাছ চাষ ও মাছ সংরক্ষণের বিষয়ে দিকনির্দেশনা মূলক আলোচনা করেন, নীলফামারী জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামন।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে মাছ সংরক্ষণের জন্য ক্রেস্ট প্রদান করা হয়েছে।

0 Shares