মুক্তাগাছা প্রতিনিধি :
মুক্তাগাছা উপজেলার পৌরসভা, ১নং দুল্লা, ৫নং বাঁশাটি ও ৬নং মানকোন ইউনিয়ন-কে পরিবেশবান্ধব ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে শহরের নন্দীবাড়ী জেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ মুক্তাগাছা এপি-এর আয়োজনে এক বিশেষ অনুষ্ঠানে এ ঘোষণা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা এপি ম্যানেজার রোনেল্ড গোমেজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানকোন ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম তারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু রায়হান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা শংকর কুমার ও জাহাঙ্গীর আলম, মানকোন ইউনিয়ন স্বাস্থ্য পরিদর্শক সিদ্দিক হোসেন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এছাড়া মানকোন ইউনিয়নের রায়পাড়া গ্রামের সেবাগ্রহীতা ফাহিমা খাতুন তার অভিজ্ঞতা তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ডভিশন মুক্তাগাছা এপির প্রোগ্রাম অফিসার মৌসুমী আক্তার, রাশেদুল আলম, সজল কুমার দে ও শুভ্রা কুবি প্রমুখ।
বক্তারা বলেন, পরিবেশবান্ধব চাষাবাদ ও জীবনযাত্রা গড়ে তুলতে গাছ লাগানো, কীটনাশকমুক্ত নিরাপদ ফসল উৎপাদন, জৈব বালাইনাশক ও ফেরোমন ট্র্যাপ ব্যবহারের বিকল্প নেই। সবুজ বিপ্লবের পর অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার পরিবেশের ভারসাম্য নষ্ট করেছে, যা থেকে বেরিয়ে আসতে হবে। রাসায়নিক সারমুক্ত চাষাবাদ, বস্তায় চাষ পদ্ধতি এবং পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করে একটি শিশু যেন এমন পরিবেশে বেড়ে উঠতে পারে—যেখানে সে স্বাভাবিকভাবে বিকশিত হতে পারবে, সেটাই সবার লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে বক্তারা পরিবেশ সংরক্ষণে সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন এবং অন্যান্য ইউনিয়নকে পরিবেশবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।