মোহাম্মদ আককাস আলী :
খাজুর ইউ পি উচ্চ বিদ্যালয়ের সহ: শিক্ষক মো.আমজাদ আলী তার মেধাবী ছেলের কৃতিত্বের পুরস্কার গ্রহণ করছেন।
নওগাঁর মহাদেবপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (এসইডিপি) স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
ইউএনও মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে উপজেলা একাডেমী সুপারভাইজার ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড.লোকনুজ্জামান আহম্মেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জাহাঙ্গীরপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজের (ভারপ্রাপ্ত)অধ্যক্ষ স.ম.আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার(ভারপ্রাপ্ত) শাহাদাৎ হোসেন। মঞ্চে উপবিষ্ট ছিলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো.নাজমুল হোসাইন,মাহমুদা বানু।
শেষে ২০২২ ও ২৩ সালে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ সেরা ১৯ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৯ শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।