Home » সারাদেশ » শ্রীনগরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

শ্রীনগরে সাইনবোর্ড লাগিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ

 

শহিদ শেখ, শ্রীনগর প্রতিনিধি :

মুন্সীগঞ্জের শ্রীনগরে ওয়ারিশ সম্পত্তির অংশ বুঝিয়ে না দিয়ে। অপর ওয়ারিশ শ্যামল কাজী গং মাওয়া গোল্ড

সিটির নিকট বিক্রি করার অভিযোগ করেছেন ।

রাকিব কাজী জানান তার বাপ দাদার সম্পত্তি উপজেলার তন্তর ইউনিয়নের তন্তর মৌজার আর এস ৬২ নং খতিয়ানের আর এস ২০৪ নং দাগের ৪৭ শতাংশের সাড়ে ২৩ শতাংশের মালিক তারা ৩ ভাই ফুপু রাবেয়ার অংশ সহ।

কিন্তু চাচাত ভাই শ্যামল কাজী গং রা বিক্রি করে। গোল্ড সিটির কর্মচারী লিয়াকত সাইনবোর্ড লাগায় শ্যামল কাজী গং দের সহযোগিতায় সাইনবোর্ড আরসিসি ঢালাই দিয়ে। জমির মাঝামাঝি লাগায় , আমাদের অংশ না রেখে পুরোটা দখলের চেষ্টা করছে তাই ৬ দিন আগে বৃহস্পতিবার থানায় লিখিত অভিযোগ করেছি বিবাদীদের বিরুদ্ধে ।

বিবাদী শ্যামল কাজী জানান রাকিব গংরা অন্য জায়গা বিক্রি করেছে । এই জমি আমরা ভোগ দখলে আছি । বণ্টন না করে তারা বিক্রি করেছ সেজন্য দেওয়ানী মামলা করেছি। এই জমি বিক্রি করিনাই মাওয়া গোল্ড সিটির সাথে ব্যবসায় জরিত আছি। সেজন্য ব্যবসার সুবিধর্থে সাইনবোর্ড লাগিয়েছি।

 

লিয়াকত খান জানান আমি মাওয়া গোল্ড সিটি কোম্পানির সাথে জড়িত , শ্যামল কাজী চার লাখ টাকা বায়না নিয়েছে, তাই আমি কোম্পানির নির্দেশে জমিতে সাইনবোর্ড দিয়েছি। শ্যামল কাজী তার ভাই ও বোনের জমি দিবে বলেছে । সাড়ে ১২ শতাংশ প্রাথমিক কথা হয়েছে ।

 

শ্রীনগর থানার উপ পরিদর্শক আব্দুল আজিজ জানান, রাকিব কাজীর লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত কর্মকর্তা হিসেবে কাল আমি ঘটনাস্থলে যাবো। এখন বিস্তারিত বলতে পারছিনা, তদন্তের পর বিস্তারিত জানাতে পারবো।

0 Shares