Home » জাতীয় » হাটে বাজারে এখন ৮০০ টাকা কেজি গরুর গোশত; কে ভাঙবে ব্যবসায়ীদের সিন্ডিকেট

হাটে বাজারে এখন ৮০০ টাকা কেজি গরুর গোশত; কে ভাঙবে ব্যবসায়ীদের সিন্ডিকেট

 

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁয় হাটে বাজারে এখন ৮০০ টাকা কেজি গরুর গোশত। কে ভাঙবে ব্যবসায়ীদের সিন্ডিকেট। প্রাণী সম্পদ অধিদপ্তরের হুঁশিয়ারি মানছে না মুনাফাখোর ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা বলছেন গরুর দাম বেশি হওয়ায় গোস্ত বেশি দামে বিক্রি করতে হচ্ছে। প্রাণী সম্পদের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, সরকারের বেঁধে দেওয়া দামে গোস্ত বিক্রি না হলে ব্যবসা বন্ধ করে রাখুন।
রমজানের আগে মাতাজী হাটের গোস্ত ব্যবসায়ীরা প্রতি কেজি গোস্ত সাড়ে ৫শ টাকায় বিক্রি করলেও মহাদেবপুরের বাজারগুলোতে সাড়ে ৭শ টাকা কেজি দরে কিনতে হচ্ছে ক্রেতাদের। ভোক্তা অধিদপ্তরের চোখ পড়ে না সেই দিকে এমনই অভিযোগ সচেতন সমাজের। সূত্রমতে জানা যায়, জেলার গোস্ত ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এখন হাটে বাজারে ৮শ টাকা কেজি ধরে বিক্রি করছে গরুর গোশত। মাতাজি হাটে কম দামে বিক্রি করলেও এখন তারা ৮শ টাকা কেজিতেই বিক্রি করছে। ক্রেতারা সিন্ডিকেটের বেড়াজালে বন্দি মুনাফাখোর ব্যবসায়ীদের কাছে। একজন মধ্যবিত্ত ক্রেতা আব্দুল হামিদ জানান, কুরবানীর সময় গরুর গোশত খেয়েছি। এখন গোস্তর দাম শুনে ফিরে আসতে হয়।

0 Shares