ঢাকা :
প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, অন্যের মতকে শ্রদ্ধা করতে না পারলেআমাদের মধ্যে হানাহানি বন্ধ হবেনা। তিনি আরো বলেন, শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের শিক্ষার মূল কথা ‘যত মত তত পথ’ দুনিয়াব্যাপী এখনো প্রাসঙ্গিক।
উপদেষ্টা গতকাল রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকায় শ্রী রামকৃষ্ণ দেবের ১৯০তম জন্মতিথি উৎসবউপলক্ষ্যেআয়োজিত দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচি ও আলোচনাসভায়প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
সভায় রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দের সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়েরসংস্কৃতি বিভাগের প্রফেসর ড. ময়না তালুকদারও ইংরেজি বিভাগের প্রফেসর ড. বিজয় লাল বসুউপস্থিত ছিলেন।
-ত.বি.