Home » জাতীয় » অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের

অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ আয়োজনের সিদ্ধান্ত গণপূর্ত মন্ত্রণালয়ের

 

 

ঢাকা :

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা (GRS) ও তথ্য অধিকার বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

 

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত মন্ত্রণালয়ের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

 

গত ২৮ নভেম্বর মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় গৃহীত সিদ্ধান্তের আলোকে মন্ত্রণালয়ের অধীন দপ্তর, সংস্থাসমূহকে ইতিমধ্যেই সংশ্লিষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছে।

 

প্রদত্ত নির্দেশনায় তথ্য অধিকার বিষয়ে ২০২৩-২৪ অর্থবছরের বার্ষিক কর্মপরিকল্পনা বাস্তবায়নের গাইডলাইনে বর্ণিত সময়াবদ্ধ কার্যক্রম বাস্তবায়ন ও মন্ত্রিপরিষদ বিভাগে যথাযথভাবে প্রতিবেদন প্রেরণ করতে তাগিদ প্রদান করা হয়।-ত.বি.

0 Shares