Home » সারাদেশ » অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

অভয়নগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি বিষয়ক মতবিনিময় সভা

 

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোজ সোমবার (১২/০৯/২২) সকালে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ক্রিশ্চিয়ান এইডের কারিগরি এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় নাগরিক উদ্যোগের বাস্তবায়িত প্রকল্প কার্যক্রমের অংশ হিসেবে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগরিক উদ্যোগের খুলনা বিভাগীয় সমন্বয়কারী রহিদুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন – উপজেলা নির্বাহী কর্মকর্তা – মেজবাহ্ উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন – অভয়নগর উপজেলার
সহকারী সমাজসেবা অফিসার মোঃ আব্দুলা আল- মামুন, যুব উন্নয়ন অফিসার মোছাঃ অনজু মনোয়ারা,সিনিয়ার মৎস্য অফিসার – মোঃ ফারুক হোসেন সাগর, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।

অভয়নগর উপজেলার কৃষক লীগের সভাপতি ও যশোর জেলা মানবাধিকার কমিশন এর যুগ্ম সাঃ সম্পাদক এবং এভোকেসি কমিটির যুগ্ম সাঃ সম্পাদক মোঃ মুন্সী আব্দুল মাজেদ। এভোকেসি কমিটির সদস্য শিপা মনি,শামীমা খাতুন,সুজিত দাস।

নাগরিক উদ্যোগ এর জেলা ভলান্টিয়ার এবং বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্টী অধিকার আন্দোলন (বিডিইআরএম) এর কেন্দ্রীয় কমিটির সভাপতি – বিভূতোষ রায় ও জেলা সাধারণ সম্পাদক সুজন কুমার, সহকারী সমন্বয়কারী- পলাশ দাস সাংবাদিক বৃন্দ ও মিডিয়া-কর্মিগণ ।
বক্তরা বলেন, নাগরিক উদ্যোগ পিছিয়ে পড়া মানুষদের উন্নয়নে কাজ করে।
দেশের বিভিন্ন উন্নয়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সক্রিয় অংশগ্রহণ করাতে হবে। কাউকে বাদ দিয়ে কোন উন্নয়ন সম্ভব না। তাই সবাইকে এক সাথে নিয়ে কাজ করতে হবে। একই সাথে এই শ্রেণির মানুষের শারীরিক, মানুষিক, যৌন হয়রানি না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। উল্লেখ্য যে, নাগরিক উদ্যোগ ১৯৯৫ সাল থেকে নাগরিকের “সুশাসন ও মানবাধিকার” এর সুরক্ষা ও বিকাশে তৎপর চালানো এবং বিশেষভাবে স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছে। উপজেলা নিবার্হী কমর্কতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের মহাসড়কে নিয়ে যাচ্ছে বাংলাদেশকে, তাই কাউকে বাদ দিয়ে নয় সকলকে নিয়ে কাজ করতে হবে। তিনি আরও বলেন, ট্রান্সজেন্ডার, দলিত এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান ও তাদের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন।তিনি সকল কে একসাথে কাজ করার আহ্বান জানান।

0 Shares