সুনামগঞ্জ প্রতিনিধি::
কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সরকার বলেন, নতুন বাংলাদেশ গড়তে প্রবীণদের পাশাপাশি তরুণদের এগিয়ে আসতে হবে। রাষ্ট্র মেরামতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ বাস্তবায়ন করা হবে। হাওর জনপদে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে সকলে মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি বলেন, বিগত সতের বছর দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল হুমকির মুখে। ফ্যাসিস্টের বিদায় হলেও এখনো দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। তারেক রহমানের নেতৃত্বে দেশপ্রেমিক নাগরিকদের নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবিলা করা হবে। আমি আপনাদের সন্তান, আপনাদের ভালবাসা নিয়ে আজীবন জনকল্যাণে কাজ করতে চাই। আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। মঙ্গলবার জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক, লক্ষ্মীপুর ও নাজিমনগর বাজার এবং হটামারা, রসুলপুর, বিনাজুড়া, ভাটি দৌলতপুর, খুঁজারগাঁ, মাতারগাঁও, রাজাপুর ও শান্তিপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যাম তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ, পূজামণ্ডপ পরিদর্শন ও নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন। মাহবুবুর রহমান সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ ১ সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। তিনি বলেন, আপনাদের সন্তান হিসেবে হাওরের জীবনমান উন্নয়নে কাজ করতে চাই। পাগনার হাওরের জলাবদ্ধতা আমাদের প্রধান সমস্যা। জলাবদ্ধতা নিরসনে অতীতে জনপ্রতিনিধিরা কথা দিলেও কথা রাখেনি। আগামীতে বিএনপির সরকার হবে, আমি কথা দিলাম পাগনার হাওরের জলাবদ্ধতা নিরসন হবে। পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন, এই দেশ আমার আপনার সকলের। আমরা ভিন্ন ভিন্ন ধর্মের মানুষ একসাথে বসবাস করলেও আমাদের মধ্যে নেই কোনো ভেদাভেদ। আপনারা নিশ্চিন্তে ধর্মীয় উৎসব দুর্গাপূজা পালন করেন। ৩১ দফা লিফলেট বিতরণ ও নির্বাচনী গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নবী হোসেন, নূরে আলম ফরাজী, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির আহবায়ক মো. আব্দুল মন্নান মোল্লা, যুগ্ম আহবায়ক ফজলুল হক, সাবেক যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, সদস্য আজিজুল রহমান, জাকির হোসেন, ময়না মিয়া, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক আবুল লেইছ, শাহ মো. লিয়াকত, সাইদুর রহমান, জহির“ল ইসলাম, সদস্য আতিকুর রহমান, ফেনারবাঁক ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুদ রানা, সাধারণ স¤পাদক আলী মর্তুজা, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি তালুকদার, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, সদস্য সচিব জায়েদ আহমদ, যুগ্ম আহবায়ক এরশাদ হোসেন, কামরুজ্জামান, মমিন মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, কলেজ ছাত্রদলের সভাপতি খায়রুল ইসলাম তালহা, সাধারণ সম্পাদক মহসিন কবির, সাবেক যুগ্ম আহবায়ক রহিম বাদশা প্রমুখ।