নিউটার্ন ডেস্ক :
ঢাকায় মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত আবুল কালামের দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়েছে শরীয়তপুরের নড়িয়ায়।
সোমবার সকালে ঈশ্বরকাঠির পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টার দিকে নড়িয়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। আত্মীয়-স্বজন ও এলাকাবাসী অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষবিদায় জানিয়েছেন।বিবিসি
এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রথম দফা জানাজা শেষে কালামের মরদেহ নিয়ে যাওয়া যায় তার শরিয়তপুরের গ্রামের বাড়িতে।
মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে সেখানে শোকাবহ পরিবেশ নেমে আসে। শেষ বিদায় জানাতে অনেকেই জড়ো হন নড়িয়া উপজেলার উপজেলার মোক্তারের চর ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামে। শ্রদ্ধা জানাতে এসে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
সকাল দশটার দিকে দ্বিতীয় দফা জানাজা অনুষ্ঠিত হয় পোরাগাছা ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে। পরে নড়িয়া পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
রোববার দুপুরে ঢাকার ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের বিয়ারিং প্যাড মাথায় পড়ে নিহত হন শরীয়তপুরের আবুল কালাম।
Newturn24.com Latest News Portal