নিউটার্ন ডেস্ক :
দেশে করোনাভাইরাসে একদিনে ৭৮ জনের মৃত্যু হয়েছে, যা এ যাবৎ সর্বাধিক। তবে নতুন রোগী সনাক্তের সংখ্যা ৬ হাজারের নিচে রয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তর দেশে কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানিয়ে যে বিজ্ঞপ্তি দিয়েছে, তাতে গত ২৪ ঘণ্টায় ৭৮ জনের মৃত্যুর খবর দেয়া হয়।
শনিবার একদিনে ৭৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ওই দিন পর্যন্ত সেটিই ছিল একদিনে সর্বোচ্চ সংখ্যক মৃত্যুর রেকর্ড, যা এক দিনের মাথায় ভেঙে গেল।
নতুন ৭৮ জনের মৃত্যুতে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৩৯ জন।
গত ৩১ মার্চ ৫২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে দৈনিক মৃত্যু কখনোই ৫০ এর নিচে নামেনি।
স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৮১৯ জন নতুন রোগী সনাক্ত হয়েছে, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৮৪ হাজার ৭৫৬ জন।
সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে গত কয়েক দিন ধরেই দিনে ৬ হাজারের বেশি রোগী সনাক্ত হয়ে আসছিল। এর মধ্যে গত বুধবার রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী সনাক্ত হয়েছিল।
গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ৪ হাজার ২১২ জন। তাদের নিয়ে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৬ হাজার ৫৯০ জন।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার ছিল ১৯ দশমিক ৮১ শতাংশ। আর সর্বমোট নমুনা পরীক্ষা বিবেচনায় সনাক্তের হার দাঁড়িয়েছে ১৩ দশমিক ৬৯ শতাংশ।