ঢাকা : ফরচুন ম্যাগাজিন প্রকাশিত কাজের জন্য সেরা ১০০টি প্রতিষ্ঠানের তালিকায় স্থান পেয়েছে মেটলাইফ। এই তালিকায় এমন প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি দেয়া হয়েছে যারা কর্মিদের জন্য আরো উন্নত সুযোগ ও কর্মপরিবেশ তৈরিতে প্রতিনিয়ত কাজ করে চলেছে।
মেটলাইফ-এর প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী মিশেল খালাফ বলেছেন, “মেটলাইফ-এ আমরা এমন একটি কর্মক্ষেত্র গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে প্রত্যেককে সম্মান দেয়া হয় ও একাত্মতাকে কেন্দ্র করে সবার বক্তব্যকে স্বীকৃতি দেয়া হয়। আমাদের সহকর্মিরাই প্রতিদিন এরকম একটি পরিবেশ তৈরি করছেন।”তিনি আরো বলেন, “এ স্বীকৃতি অর্জন করতে পেরে আমরা গর্বিত এবং আরো শক্তিশালী ও অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি গড়ে তোলার ব্যাপারে আমরা অবিচল যেখানে প্রতিটি কর্মচারী তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারেন।”
২০২৩ সালের এই তালিকা নির্ধারণ করার জন্য ৫ লাখের বেশি কর্মির কাছ থেকে তাদের প্রতিষ্ঠানের সংস্কৃতি, ব্যবস্থাপনার প্রতি আস্থা, সহকর্মিদের মধ্যে বন্ধন এবং প্রতিষ্ঠানের প্রতি আনুগত্য আনুগত্যের মত বিষয়গুলোকে বিবেচনা করা হয়েছে।
২০২৩ সালের সেরা ১০০ কোম্পানির তালিকা সম্পর্কে বিস্তারিত দেখুন এখানে।
-প্রেস রিলিস
Newturn24.com Latest News Portal