Home » জাতীয় » কারা অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন : যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধি করতে হবে –স্বরাষ্ট্র উপদেষ্টা

কারা অধিদপ্তরের প্রকল্প পরিদর্শন : যানজট নিরসনে রাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধি করতে হবে –স্বরাষ্ট্র উপদেষ্টা

 

ঢাকা :

স্বরাষ্ট্রউপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পুরাতন ঢাকার যানজট নিরসনে কারা অধিদপ্তরের পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্পেরাস্তা প্রশস্তকরণ ও পার্কিংয়ের স্থান বৃদ্ধির বিষয়ে প্রকল্প সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেছেন।
উপদেষ্টা আজ রাজধানীর চানখাঁরপুলে পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ নির্দেশনা দেন। এসময় তিনি কারাগারের ‘এ’জোনস্থ মাল্টিপারপাস কমপ্লেক্স, ‘বি’জোনে চক কমপ্লেক্স ও মসজিদ এবং ‘সি’জোনে কনডেম সেল ও ফাঁসির মঞ্চ পরিদর্শন করেন।
উপদেষ্টা বলেন, কারা অধিদপ্তরের প্রকল্পটি বাস্তবায়নের জন্য বাজেট বরাদ্দ করা হয়েছে তার মধ্যেই পুরো কাজ সম্পন্ন করতে হবে। আর বাজেট বৃদ্ধি করা যাবে না।প্রকল্পের বিষয়ে আমাদের বিদ্যমান চর্চা হলো, যেকোনো প্রকল্পে প্রথমে একটা বাজেট নির্ধারণ করা হয়, পরে যৌক্তিক-অযৌক্তিক নানা কারণ দেখিয়ে বাজেট বৃদ্ধি করে প্রকল্প সংশোধন করা হয়। আমাদের এ চর্চা থেকে বেরিয়ে এসে নির্ধারিত বাজেটের মধ্যেই প্রকল্পের কাজ সম্পন্ন করতে হবে।
রাজধানীর যানজট প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী।তবে যারা বিভিন্ন দাবিতে আন্দোলন ও সমাবেশ করছেন তারা ভেন্যু হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ব্যবহার করলে রাস্তা বন্ধ হবে না, যানজট হ্রাস পাবে।যানজটের কারণ সম্পর্কে তিনি আরো বলেন, রাজধানীতে রাস্তা বাড়ছে না, কিন্তু প্রতিদিন গাড়ি বাড়ছে। তাছাড়া, কর্মসংস্থানের কারণে সারাদেশের মানুষ ঢাকামুখি হচ্ছে। ফলে নগরের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে।
যানজট নিরসনে সরকারের সাম্প্রতিক উদ্যোগ সম্পর্কে উপদেষ্টা বলেন, ৫ আগস্টের পর রাজধানীর যানজট নিরসনে ছাত্রছাত্রীরা সাফল্য দেখিয়েছে।সেজন্য ট্রাফিক পক্ষ উদ্‌যাপন উপলক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে প্রায় এক হাজার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব প্রদান করা হয়েছে।
পরিদর্শন কালে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহার হোসেন, প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এস এম তৌহিদুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন। -ত.বি.

0 Shares