ইয়ামিন হোসেন পাটোয়ারী , কালিয়াকৈর :
গাজীপুর কালিয়াকৈরে ৬ জন চোরকে চার মাসের বিনাশ্রম জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গেল মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সাজাপ্রাপ্ত হলেন, উপজেলার চান্দরা এলাকার আব্দুর রউফের ছেলে রায়হান (৩০ ),মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার সাটুরিয়া বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন (৩০),জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কাঁঠাল বিল এলাকার আবুল হাসানের ছেলে খোরশেদ আলম (৩৫),কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাবুল হোসেন (২৬),একই উপজেলার বড়কা নপুর এলাকার মোস্তফার ছেলে হৃদয় হোসেন (২৪) ও টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকার আব্দুস সামাদের ছেলে শফিকুল ইসলাম (২৮)।