Home » জাতীয় » কৃত্রিম প্রজনন সম্প্রসারণে রংপুরে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব নির্মাণ

কৃত্রিম প্রজনন সম্প্রসারণে রংপুরে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব নির্মাণ

 

 

 

রংপুর ː

 

প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ভ্রুণ স্থানান্তর প্রযুক্তি বাস্তবায়ন’ প্রকল্পের আওতায় রংপুরের পীরগঞ্জ উপজেলার লালদিঘি ফতেহপুরে গড়ে উঠেছে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব। প্রায় পাঁচ একর জমির উপর ১৩ কোটি ৫২ লাখ ৫৪ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়িত হয়েছে। প্রকল্পের অধীন অফিস কাম ল্যাবরেটরি, সিমেন কালেকশন সেড, বুল সেড, ফিড গোডাউন, বুল কাফ প্যান সেড ও ৩০টি আইসোলেশন সেড নির্মাণ করা হয়েছে।

প্রতিবছর গবাদিপশুর কৃত্রিম প্রজননের জন্য প্রায় দুই কোটি ডোজ সিমেন প্রয়োজন। এর মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তর ৪৫-৫০ লাখ ডোজ উৎপাদন করে এবং প্রজননের আনুমানিক ১০ লাখ ডোজ প্রাকৃতিকভাবে পাওয়া যায়। বাকি ডোজ উৎপাদন করে বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিও। সিমেন উৎপাদনে প্রাণিসম্পদ অধিদপ্তরের শেয়ার বৃদ্ধি করার জন্য রংপুরে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাব প্রতিষ্ঠা করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ২২ জুলাই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী রংপুরের পীরগঞ্জে বুল কাফ রিয়ারিং ইউনিট কাম মিনিল্যাবের নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন।-ত.বি.

0 Shares