Home » Uncategorized » কোভিড-১৯: ভারতে প্রথমবারের মতো দৈনিক সনাক্ত ছাড়াল এক লাখ

কোভিড-১৯: ভারতে প্রথমবারের মতো দৈনিক সনাক্ত ছাড়াল এক লাখ

 

আন্তর্জাতিক ডেস্ক :

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির ধারায় প্রথমবারের মতো দৈনিক সনাক্ত রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ তিন হাজার ৫৫৮ জন নতুন রোগী সনাক্ত হয়েছে বলে সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে দেখা গেছে।

এতে দেশটিতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার ৬৭ জনে দাঁড়িয়েছে।

ভারতে দৈনিক রোগী বৃদ্ধির এটি নতুন রেকর্ড। দেশটিতে পূর্ববর্তী সর্বোচ্চ সংক্রমণের রেকর্ড হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর, ওই দিন সনাক্ত রোগীর সংখ্যা ৯৭ হাজার ৮৯৪ জন ছিল।

রোববার আরও ৪৭৮ জন করোনাভাইরাস রোগীর মৃত্যু হওয়ায় দেশটিতে মৃতের মোট সংখ্যা এক লাখ ৬৫ হাজার ১০১ জনে দাঁড়িয়েছে।

বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর তৃতীয় স্থানে আছে ভারত; আর মৃতের সংখ্যায় যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও মেক্সিকোর পর চতুর্থ স্থানে আছে।

ভারতের রাজ্যগুলোর মধ্যে মহারাষ্ট্র সনাক্ত ২৯ লাখ রোগী নিয়ে শীর্ষে আছে। রোববার রাজ্যটিতে ৫৭ হাজার ৭৪ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। এদের মধ্যে মুম্বাইয়ে সনাক্ত হয়েছে ১১ হাজার ১৬৩ জন।

দেশজুড়ে করোনাভাইরাস রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার সামগ্রিক পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের একটি পর্যালোচনা বৈঠক করেছেন বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

0 Shares