Home » সারাদেশ » গোলাপগঞ্জের এক যুবকের মৃতদেহ উদ্ধার

গোলাপগঞ্জের এক যুবকের মৃতদেহ উদ্ধার

 

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে রাব্বি আহমদ সালমান (২০) নামে এক তরুণ আত্মহত্যার খবর পাওয়া গেছে। রোববার (৭ আগস্ট) সকালে উপজেলার ঢাকাদক্ষিণ বাজারের চৌমুহনীতে একটি দোকানের বারান্দা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। সালমান উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর গ্রামের মো. সোনাহর আলীর পুত্র।

 

পুলিশ জানায়, পরিবারের সাথে অভিমান করে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানা যায়। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। ময়নাতদস্তের রিপোর্ট আসলে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে। শনিবার (৬ আগস্ট) রাত ২টার পর যেকোন সময়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা পুলিশের।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেন।

0 Shares