সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতক উপজেলায় নাশকতা, চাঁদাবাজি ও একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব খাটিয়ে নদীপথে চাঁদাবাজি, হামলা, ভয়ভীতি প্রদর্শনসহ নানা ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা ও অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল হালিম শিপন (৩৮)। তিনি ছাতক উপজেলা যুবলীগের সহ-সাংগঠনিক সম্পাদক। এছাড়া উপজেলার ১৩নং ভাতগাঁও ইউনিয়নের জহিরপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮)। তিনি ছাতক উপজেলা ছাত্রলীগের সদস্য। অপরজন বরিশালের উজিরপুর উপজেলার জুগিরকান্দা গ্রামের লিয়াকত আলী মোল্লার ছেলে এমদাদুল হক তুহিন (৩৮)। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাদের নিজ নিজ অবস্থান থেকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও আলামত সংগ্রহ করা হয়েছে বলে দাবি পুলিশের। গ্রেপ্তারের পর শনিবার ২০ ডিসেম্বর সকালে তিন জনকে সুনামগঞ্জ আদালতে হাজির করা হয়। আদালত আসামিদের জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এব্যাপারে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,“গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নাশকতা, নদীপথে চাঁদাবাজি, হামলা ও প্রতারণাসহ একাধিক অভিযোগ রয়েছে। আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।” পুলিশ আরও জানায়, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Newturn24.com Latest News Portal