Home » সারাদেশ » জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের, মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের, মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন

মীর সবুর আহম্মেদ, মুক্তাগাছা
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান শনিবার ময়মনসিংহের মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন করেছেন। বিকেল সোয়া ৩টার দিকে তিনি এক অনির্ধারিত সফরে এসে মুক্তাগাছা প্রেসক্লাব পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি বলেন, ‘মুক্তাগাছা উপজেলা যেমন আমার জন্য একটি স্মৃতিময় জনপদ তেমনি মুক্তাগাছা প্রেসক্লাবও আমার একটি প্রিয় প্রতিষ্ঠান। এর সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে।’ এসময় তিনি প্রেসক্লাবের বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি সাংবাদিকদের সাথে নানা বিষয় নিয়ে কথা বলেন।এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সচিবের সঙ্গে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, জেলা প্রশাসক মফিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা। মুক্তাগাছা প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি এজেডএম ইমাম উদ্দিন মুক্তা, প্রেসক্লাবের সভাপতি এফএমএ সালাম, সাধারণ সম্পাদক এম ইদ্রিছ আলী, ইন্জিনিয়ার মোঃ নজরুল ইসলাম, ফেরদৌস আলম, এএইচ এম মাজহারুল আজাদ বুলবুল,কাফি খান, নাসির উদ্দিন ফকির, খালেদ খুররম পারভেজ, তাজুল ইসলাম প্রমুখ।
এর আগে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান মুক্তাগাছার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। ৫৬ প্রহর মাঠের পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন।উল্লেখ্য, ড. মো. মোখলেস উর রহমান চাকরি জীবনের এক সময় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।

0 Shares