Home » জাতীয় » জর্ডানে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপিত

জর্ডানে বাংলাদেশ দূতাবাসে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপিত

 

আম্মান (জর্ডান) :

জর্ডানের আম্মানে বাংলাদেশ দূতাবাস গতকাল (১৪ এপ্রিল) উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৮ উদযাপিত হয়েছে। সকালে দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী এবং শিশু-কিশোর ও দূতাবাসে আগত সেবাপ্রার্থীদের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়।

মঙ্গল শোভাযাত্রা শেষে আম্মানে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা সোবহান বলেন, বাংলা নববর্ষের উদযাপন আমাদের চিরায়ত বাঙালি ঐতিহ্যের একটি অন্যতম অনুসঙ্গ। কয়েক দশকের পরিক্রমায় মঙ্গল শোভাযাত্রা আমাদের নিজস্ব সংস্কৃতির ধারক ও বাহক হয়ে উঠেছে। জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের এই সাংস্কৃতিক ঐতিহ্যকে ধারণ করা আমাদের সকলের দায়িত্ব। বাঙালি চেতনার বৈশ্বিক প্রচারে নিজেদের ঐতিহ্যকে সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, মুজিববর্ষ ও আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরের এই দিনে বাংলা নববর্ষ উদ্যাপন আমাদের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

কোভিড-১৯ জনিত বিধিনিষেধের কারণে এ বছর সীমিত পরিসরে বাংলা নববর্ষ উদযাপিত করা হয়।

0 Shares