Home » সারাদেশ » টানা ৪ দিন বন্ধের কবলে স্থলবন্দর বেনাপোল

টানা ৪ দিন বন্ধের কবলে স্থলবন্দর বেনাপোল

বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানিবন্ধ-পণ্য বাহিট্রাকের দীর্ঘ লাইন বাড়ছে-নষ্ট হচ্ছে পচনশীল পণ্য
বেনাপোল প্রতিনিধি :
টানা ৪দিন বন্ধের কবলে পড়ে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে আমদানি রফতানি বাণিজ্যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ফলে বন্দর এলাকায় আটকা পড়েছে হাজারও পণ্য বাহি ট্রাক। বাড়ছে ট্রাকের দীর্ঘলাইন। পচনশীল পণ্য ক্ষতিগ্রস্তের আশংকা ব্যবসায়িদের।
বন্দর সংশ্লিষ্টরা জানান-রবিবার বৌদ্ধপৗর্নিমার বন্ধে বাংলাদেশে সরকারি ছুটি-সোমবার ভারতে বৌদ্ধপূর্নিমার বন্ধ-শুক্র -শনিবার সরকারি ছুটি। ফলেটানা ৪দিন বন্ধের কবলে বেনাপোল বন্দরে আমদানি রফতানিতে রয়েছে বন্ধ। তবে শনিবার ঢিলেঢালা কাজ হয়েছে। সোমবারও কাজ হওয়ায় সম্ভাবনা রয়েছে বলে জানান বন্দর ব্যাবহারাকারী সাজেদুর রহমান-সাধারণ সম্পাদক-কাস্টম সিএন্ডএফ স্টাফ এসোসিয়েশন-বেনাপোল।
বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবীর তরফদার জানান,সরকারি ও সাপ্তাহিক ছুটি থাকায় আজ বন্ধ রয়েছে বন্দর ও কাস্টমসেরও কার্যক্রম। মঙ্গলবার আমদানি রফতানি পরোদমে চালু হবে বলে জানান তিনি।

0 Shares