Home » সারাদেশ » ডিমলায় ফ্রি পিপিআর ভ্যাকসিন কর্মসূচি শুরু

ডিমলায় ফ্রি পিপিআর ভ্যাকসিন কর্মসূচি শুরু

 

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
পিপিআর রোগের টিকা দিন-ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন এই প্রতিপাদ্য কে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশ ব্যাপী ছাগল এবং ভেড়ার পিপিআর রোগ নির্মূলের লক্ষে নীলফামারীর ডিমলা উপজেলায় ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (২য় পর্যায়) আওতায় ফ্রি পিপিআর ভ্যাকসিন কর্মসূচি বাস্তবায়নের লক্ষে মঙ্গবার (১৭ মে) সকালে ৪নং ওয়ার্ডের বাবুরহাট গ্রামের রাজবাড়ী এলাকায় এ কর্মসূচির সূচনা করা হয়। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারী হাসপাতালের আয়োজনে উপজেলার ১০টি ইউনিয়নে একযোগে কর্মসূচি শুরু হয়েছে। ইউনিয়ন পর্যায়ে ১৮ দিন ব্যাপী এই কর্মসূচি আগামী ৪ জুন পর্যন্ত চলবে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা গেছে পিপিআর রোগ নিমূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের ২য় পর্যায় আওতায় ছাগল ভেড়ার প্রাণঘাতি পিপিআর রোগ নিয়ন্ত্রণে এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উপজেলা ১০টি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে ৪টি করে ক্যাম্পাইন নির্ধারণ করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ২দিন করে সকাল-বিকাল ফ্রি ভ্যাকসিন প্রদান করা হবে। এজন্যে প্রতিটি ইউনিয়নে ১ জন করে ভ্যাকসিনেটর কর্মরত রয়েছেন। এটি ছাগল-ভেড়ার পিপিআর রোগের দ্বিতীয় ডোজ। এর আগেও গত বছর ২০২১ সালে প্রথম ডোজ ফ্রি প্রদান করা হয়েছে। এ কর্মসূচি শুরু করেন ডিমলা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মো: সাইদুর রহমান ডিমলা সদর ইউনিয়নের ভ্যাক্সিনেটর মোঃ রাহেনুজ্জামান মানিক বালাপাড়া ইউনিয়ন মোশাররফ হোসেন পূর্ব ছাতনাই ফিরোজুল ইসলাম পশ্চিম ছাতনাই আহসান হাবীব খগাখড়ি বাড়ি হাসান আল মামুন গয়াবাড়ি আবুল কালাম আজাদ টেপাখড়ি বাড়ি আলমগীর হোসেন ঝুনাগাছ চাপানী হুমায়ুন কবির খালিশা চাপানী আনজারুল ইসলাম নাউতারা শহিদুল ইসলাম সাজু সহ দপ্তরের কর্মকর্তা-জনপ্রতিনিধি, স্থানীয় সংবাদকর্মি উপস্থিত ছিলেন।

0 Shares