Home » সারাদেশ » ডিমলায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

ডিমলায় ‘বীর নিবাস’ নির্মাণ কাজের উদ্বোধন

 বাদশা সেকেন্দার, ভুট্টো ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ ডিমলা উপজেলায় অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার ‘বীর নিবাস’ নির্মাণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ডিমলা সদর ইউনিয়নের পুরান থানা গ্রামে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ২০২১-২২ অর্থ বছরে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প ‘বীর নিবাস’ এর কার্যক্রমের উদ্বোধন করা হয়। ডোমার-ডিমলা নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিতে শুভ উদ্বোধন করেন। উপজেলা (ইউএনও) মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম,কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড এর সাবেক কমান্ডার সামছুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু, ডিমলা সদর (ইউপি) চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান ও ত্রাণ শাখার উপ-সহকারী প্রকৌশলী ফেরদৌস আলমসহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ। উপজেলা পিআইও জানান, ডিমলা উপজেলার ১০টি ইউনিয়নে নির্মাণ করা হচ্ছে, যার প্রতিটি নিবাসের মূল্য ব্যয় ধরা হয়েছে ১৩ লক্ষ ৪৫ হাজার।
Enter

You sent

Open photo
0 Shares