Home » জাতীয় » ডিমলায় মাস্ক ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির উদ্বোধন
ডিমলায় মাস্ক ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির উদ্বোধন

ডিমলায় মাস্ক ও হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির উদ্বোধন

মোঃ বাদশা সেকেন্দার (ভুট্টু),ডিমলাঃ

ডিমলা উপজেলায় পরিবেশ ও শব্দদূষণ প্রতিরোধ এসোসিয়েশনের উদ্যোগে মাস্ক ও শব্দদূষণের ক্ষতিকর প্রভাব এবং করণীয় শীর্ষক হ্যান্ডবিল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জয়শ্রী রাণী রায়।

আরও পড়ুনঃ জলবায়ু পরিবর্তন: তাপমাত্রা আরও ১.৫ ডিগ্রি বাড়ার ‘সম্ভাবনা বাড়ছে’

করোনার ভ্যাকসিন সংরক্ষণের স্থানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে, বিদ্যুৎ প্রতিমন্ত্রী

র‌্যালি শেষে সংগঠনটির সভাপতি মহিকুল ইসলামের সভাপতিত্বে ও মাহাবুব ইসলামের সঞ্চালনায় উপজেলা স্মৃতি অম্লান চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ডাঃ গোপাল চন্দ্র রায়, ইউনুস আলী মোল্লা, বাদশা সেকেন্দার ভুট্টু, জাহাঙ্গীর রেজা,আসাদুজ্জামান পাভেল, আলমগীর আলম, মনিসিংহ, আব্দুল হামিদ সরকার, মোক্তার প্রমুখ। বক্তারা বলেন, যেভাবে শব্দদূষণের মাত্রা বেড়ে চলেছে তাতে আগামী ১০ বছরের মধ্যে অর্ধেক মানুষ বধিরতার শিকার হতে পারে। তাই এখন থেকেই প্রতিরোধ করা অতীব জরুরি হয়ে পড়েছে। উপজেলা নির্বাহী অফিসার, শব্দদূষণ প্রতিরোধে সরকারের পক্ষে তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

 

 

0 Shares