Home » সারাদেশ » ডিমলায় ৬ জুয়ারি আটক

ডিমলায় ৬ জুয়ারি আটক

বাদশা সেকেন্দার, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারী ডিমলা সদর ইউনিয়নের রামডাঙ্গা গ্রামস্থ ছোটমাঝিপাড়া মঙ্গল দাসের বাড়ু হতে গতকাল ৩১ জানুয়ারু/ ২২ রাত ১১.২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসি তদন্ত বিশ্বদেব রায়ের নেতৃত্বে এসআই প্রদীপ রায়, আবুল কালাম আজাদ , জগদীশ রায়, রোস্তম আলী সঙ্গীয় ফোর্সসহ ৬ জুয়ারিরিকে আটক করিতে সক্ষম হয়। আটককৃতরা হলেন রামডাঙ্গা গ্রামের ভেদু দাস রায়ের পুত্র মঙ্গলু দাস (৩৮), পচারহারট গ্রামের বিশ্ব গোপালের পুত্র রিপন রায় (৩০), সরদারহাট গ্রামের ছলেমান আলীর পুত্র শফিকুল ইসলাম (৪০), মখলেছার রহমানের পুত্র দুলু মিয়া (৪৪), আমজাদ হোসেনের পুত্র আব্দুল বাছেদ (৪০) শ্রী সকিন দাসের পুত্র গোপাল দাস (৪০) । এ বিষয় ডিমলা থানা ওসি সিরাজুল ইসলাম সংবাদকর্মিকে বলেন, জুয়ারিদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং- ১, তারিখ- ১ ফেব্রুয়ারি/ ২২ মামলা রুজু করে আজ ১ ফেব্রুয়ারি/২২ দুপুরে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে এবং জুয়া ও মাদক কারাবারিদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

0 Shares