সুনামগঞ্জ প্রতিনিধি::
ছাতকে আওয়ামী লীগ নেতা ও জাউয়াবাজার ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি রেজা মিয়া তালুকদার(৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার জাউয়াবাজার এলাকা খেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঢাকার রিক্সাচালক আরিফকে গুলি করে হত্যার অভিযোগে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার জাউয়াবাজার ইউপির সভাপতি কিদ্রা কাপন গ্রামের মৃত আরজু মিয়া তালুকদারের ছেলে। জানা যায়,বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন প্রতিরোধ করতে অস্ত্রসহ নিজেরা ভাড়া খাটতে গিয়ে ঢাকা, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়াসহ দেশের বিভিন্ন জেলায় আওয়ামী লীগের নেতা রেজা তালুকদার ও তার ভাতিজা হিরক তালুকদার বিরুদ্ধে গত জুলাই-আগস্টে দেশে সংঘটিত বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা, হত্যাচেষ্টা, বোমাবাজি, লুটপাট,বিস্ফোরণ,চাদাবাজি, পুলিশ এ্যাসল্ট মামলা, হামলা,ভাংচুরসহ নানা অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় একডজন মামলায় পলাতক আসামী আওয়ামী লীগ নেতা রেজা তালুকদার গ্রেপ্তার হলে ও এখনোও পলাতক রয়েছে হিরক তালুকদার ভাতিজা। তার বিরুদ্ধে রাজধানী ঢাকার এক থানায় দণ্ডবিধি ৩০২/৩৪ ধারায় একটি হত্যা মামলা রয়েছে। সবুজ আলীর ছেলে রিক্সাচালক আরিফ (২৮) কে গুলি করে হত্যার ঘটনায় নিহতের মা সূর্য্যবানু বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এ মামলায় চাচা-ভাতিজা চক্রের বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। গত ১৬ অক্টোবর জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুস সালাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সাহেল,রেজা তালুকদার ও হিরক তালুকদারসহ কয়েকজনের বিরুদ্ধে পুলিশ এ্যাসল্ট মামলা দায়ের করেছেন (মামলা নং-১০/২৪)।
Newturn24.com Latest News Portal