Home » জাতীয় » তাহিরপুরে আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের ১নং ওয়ার্ডের কর্মরত গ্রাম পুলিশ মোঃ আব্দুর রউফকে নৃশংস ভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িতথাকা সকল আসামিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করে বাংলাদেশ গ্রাম পুলিশ, তাহিরপুর উপজেলা সদস্যবৃন্দ। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের পুকুরপাড় প্রাঙ্গণে তাহিরপুর উপজেলার গ্রাম পুলিশের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এ মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি গোলাপ মিয়া। সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী, সহ সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, নিছেল মিয়া, চঞ্চল রাণী পাল, শেফালি রাণী সরকার। এসময় মানববন্ধনে বক্তারা বলেন, আব্দুর রউফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাইকুল ইসলাম, আব্দুল আহাদ, নিচেল, আব্দুল কদ্দুস, আব্দুল আজিজসহ বাংলাদেশ গ্রাম পুলিশ, তাহিরপুর উপজেলা সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতা কর্মিগণ। উল্লেখ্য, বৃহস্পতিবার ৬ মে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বোরোখাড়া গ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রউফ নামে এক গ্রামপুলিশ খুন করা হয়। নিহত আব্দুর রউফ (৩৫) একই এলাকার মৃত আব্দুর রশীদের ছেলে। নিহতর পরিবার সূত্র জানায়, বুধবার রাতের খাবার খেয়ে স্বামী স্ত্রী একই বসত ঘরের পৃথক দুই রুমে দুইজন ঘুমিয়ে পড়েন। রাত প্রায় তিনটার দিকে স্ত্রী শিরিনা বেগম ঘুম থেকে উঠে পাশের রুমে গিয়ে দেখেন তার স্বামী রুমের মধ্যে নেই। পরে তিনি বারান্দায় গিয়ে দেখেন তার স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে বিষয়টি থানায় অবহিত করলে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সুনামগঞ্জ মর্গে পাঠায় ।

 

0 Shares