Home » সারাদেশ » তিস্তায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বৈরালী

তিস্তায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বৈরালী

বাদশা সেকেন্দার , ডিমলা (নীলফামারী) প্রতিনিধি :

তিস্তার জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বৈরালী। বিক্রেতাদের হাঁকডাকে সরগরম তিস্তা ব্যারেজ। দামও ভালো পাচ্ছেন ব্যাপারী ও পাইকাররা। তিস্তার জেলেদের জালে ধরা পড়ছে নানা আকারের বৈরালী। আর জেলেদের কাছ থেকে দরদাম হাঁকছেন ব্যবসায়ীরা। দরদামও অনুকূলে থাকায় দারুন খুশি ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান, এ মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত পরিমাণে বৈরালী মাছ ধরা পড়ছে। এ ধারা অব্যাহত থাকলে খুব সহজেই লাভের টাকা ঘরে তোলা সম্ভব হবে। শনিবার বিকালে সরেজমিনে তিস্তা ব্যারেজ গিয়ে দেখা যায় তিস্তার জেলেদের জালে ধরা পড়ছে ছোট আকারে বৈরালীসহ মাঝে মধ্যে বড় আকারের বোয়াল ও আইর মাছ। এ বিষয় জেলে আব্দুল হাকিমের সাথে কথা বললে তিনি জানান তিস্তা নদীতে দীর্ঘদিন যাবত মাছ ধরে পরিবার পরিজন নিয়ে সংসার পরিচালনা করে আসছি। এটাই আমার একমাত্র উপার্জনের রাস্তা।

0 Shares