আসাদ হোসেন রিফাতঃ
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটের হাতীবান্ধায় গণ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে হাতীবান্ধা সহর উদ্দিন সরকার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গণসমাবেশ
অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপমন্ত্রী,বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবীব দুলু।
এসময় তিনি বলেন, লালমনিরহাট জেলায় তিন মন্ত্রী ছিল তারা তিস্তা নিয়ে কোন চিন্তা করে নাই, তিস্তা পাড়ের মানুষের যখন কান্না দেখি তখন আর ঘরে বসে থাকতে পারিনা। কোন সংকেত ছাড়াই হঠাৎ করে ভারত যখন উজানে পানি ছেড়ে দিল তখন তিস্তা ব্যারেজে বিপদ সীমার ৩৬ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হয়েছে। রাতে মানুষ ঘুমিয়ে ছিল বিছানার উপরে পানি উঠেছে। কৃষি চাষাবাদ করার জন্য পানি দেয় না আর বর্ষাকালে বাড়িঘর ডুবে যায়। তিস্তা পাড়ের ১৩০ কিলোমিটার এলাকার মানুষ হা-হাকারে পরিণত হয়েছে। সরকার সেদিকে গুরুত্ব দেয় না। এটি বিদেশি অর্থ ছাড়াও বাংলাদেশী অর্থ দিয়ে বাস্তবায়ন করা সম্ভব। চীন সরকার আমাদের বলেছে সরকার গ্রীন সিগনাল দিলেই আ কাজ শুরু করবে।
আমাদের দাবি যদি বাস্তবায়ন না হয় গোটা রংপুরকে আমরা অচল করে দিতে বাধ্য হবো।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট- আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন, সদস্য সচিব আফজাল হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম সহ বিএনপি’র সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।