তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় হাওয়া মেশিন বিস্ফোরণে মামুন (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো দুইজন। শনিবার সকালে উপজেলার ভজনপুরের ডাঙ্গাপাড়া এলাকায় তেঁতুলিয়া ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
মামুন পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের জামুরি দুয়ার গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে । আহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার সিরাজ উদ্দীনের ছেলে রবিউল ইসলাম (৩০) ও পঞ্চগড় সদরের নিমনগর এলাকার মকলেছের ছেলে নাজমুল (১৬)।
স্থানীয়রা জানায়, ভজনপুর ডাঙ্গাপাড়া এলাকায় মেশিনেরর কর্মচারী নাজমুন সকালে ট্রাকের চাকায় হাওয়া দেয়ার জন্য হাওয়ায় মেশিনে হাওয়া লোড করছিলো । এ সময় হাওয়া মেশিনটি বিস্ফোরিত হয়ে নাজমুনসহ তার পাশে থাকা মামুন ও রবিউলের গায়ে লাগে গুরুত্বর আহত। তাৎক্ষণিক স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মাহাবুবুল আলম ভুূইয়া আহত মামুনকে মৃত ঘোষণা করেন ।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ আবু সায়েম মিয়া জানান, হাওয়া মেশিন বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে আহত হয়েছে দুইজন, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে রংপুরে প্রেরণ কর হয়েছে।