Home » জাতীয় » দিনাজপুর রেলস্টেশন উঁচু , বর্ধিতকরণের শুভ উদ্বোধন করলেন রেলমন্ত্রী

দিনাজপুর রেলস্টেশন উঁচু , বর্ধিতকরণের শুভ উদ্বোধন করলেন রেলমন্ত্রী

মো: ওয়াহেদুর রহমান, দিনাজপুর : ২২ ফেব্র“য়ারি সোমবার দিনাজপুর রেলওয়ে স্টেশনের উঁচু ও বর্ধিতকরণ প্লাটফর্ম এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার ক্ষমতাসীন থাকায় রেলওয়ে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে, যা বিগত সরকারের আমলে কোনদিনও সম্ভব হয়নি। তিনি আরো বলেন, যে দেশ যত উন্নত সে দেশে রেলপথ তত উন্নত। আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য ২০৪১ সালের মধ্যে আমরা দেশকে উন্নত দেশে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে কাজ করছি। ইতিপূর্বে রেল যোগাযোগের সমস্যা থাকার কারণে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা বৃদ্ধি না পেয়ে হ্রাস পেয়েছে যার ফলে রেল যোগাযোগ ব্যবস্থা বেসরকারি খাতে চলে আসছিল। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রেল যোগাযোগ ব্যবস্থাপকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করে কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, দিনাজপুর রেলওয়ে স্টেশনে আমার অনেক স্মৃতি বিজরিত রয়েছে। এই দিনাজপুর রেলস্টেশন হয়ে রংপুর, বাহাদুরাঘাট, ফুলছড়িঘাট হয়ে ফেরি চড়ে ঢাকাসহ বিভিন্ন স্থানে যেতে সাধারণ জনগণকে অনেক দুর্ভোগ পোহাতে হত, বর্তমানে সে দুর্ভোগ লাঘব হয়েছে। ইতিমধ্যে বিরল থেকে রাধিকাপুর পর্যন্ত যোগাযোগের জন্য পাকুড়ায় রেল স্টেশন স্থাপন করা হবে এবং পঞ্চগড় থেকে শিলিগুড়ি পর্যন্ত রেললাইন সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে। সড়ক পথ বেড়েছে কিন্তু রেলপথ বাড়েনি। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে হার্ডিঞ্জ ব্রিজ, তিস্তা ব্রিজ, ভৈরব ব্রিজ ও কাঞ্চন ব্রিজ ধ্বংস হয়ে যায়, সেসব ব্রিজ বঙ্গবন্ধু আমলে পুনঃনির্মাণ করা হয়। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে রেলমন্ত্রীকে দিনাজপুর আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম রেজা। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক ডিএন মজুমদার, দিনাজপুর জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহামুদুল আলম, দিনাজপুর পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী মহাব্যবস্থাপক (পশ্চিম) মিহির কান্তি গুহ।
সর্বশেষে তিনি দিনাজপুর বাসীর দীর্ঘদিনের দাবী পঞ্চগড় থেকে কক্সবাজার এবং পঞ্চগড় থেকে খুলনা পর্যন্ত স্পেশাল ট্রেন চালুর কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়নের জন্য আশাবাদ ব্যক্ত করেন।r

 

0 Shares