Home » সারাদেশ » দিরাইয়ে ফসলরক্ষা বাঁধের কাজ ৯৫ ভাগ সম্পন্ন

দিরাইয়ে ফসলরক্ষা বাঁধের কাজ ৯৫ ভাগ সম্পন্ন

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের হাওরের বোরো ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তত্ত্বাবধানে গত বছর ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয় ফসলরক্ষা বাঁধের কাজ। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারিত থাকলেও তা বাড়িয়ে ৭ মার্চ এর মধ্যে কাজ সমাপ্ত করার কথা থাকলেও এখনোব্দি শেষ হয়েছে দিরাই উপজেলার ফসলরক্ষা বাঁধের নির্মাণ কাজের ৯৫ ভাগ কাজ।

 

কৃষকরা বলছেন, এবারও বিগত বছরের চেয়ে বাঁধের কাজ এবার ভালো হওয়াতে তারা খুশি। তবে বাঁধ যতই ভাল হোক না কেন প্রকৃতির উপর নির্ভর করছেন কৃষকরা। এদিকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার দাবি করছেন, বাঁধের কাজ ৯৬ ভাগ হয়েছে। এবার পিআইসি গঠনে কোনো দলীয়করণ হয়নি। স্বচ্ছভাবে গণশুনানি করেই পিআইসি গঠন করা হয়েছে। তিনি বলেন, সবাইকে দিয়ে তো পিআইসি গঠন সম্ভব নয়। যারা পিআইসি পায়নি তারাই বিভিন্ন ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন। পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন হাওরে ১০২ টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাঁধের কাজ চলছে। সরেজমিনে উপজেলার বিভিন্ন পিআইসি পরিদর্শনে গিয়ে দেখা যায়, বেশির ভাগ পিআইসিতে এখনো ঘাস লাগানো হয়নি। তবে অধিকাংশ বাঁধেই চলছে দুর্ব্বা লাগানোর কাজ। পিআইসি সংশ্লিষ্টরা বলছেন, তারা বৃষ্টির জন্য অপেক্ষা করছেন। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস জন্মাচ্ছে না। আশপাশেও ঘাস পাওয়া যাচ্ছেনা। তারা বলছেন, বাঁধের কাজ সম্পন্ন হয়ে গেছে। এখন দুর্মুজ ও ঘাস লাগানোর কাজ চলছে। পানি উন্নয়ন বোর্ডের দোয়ারাবাজার উপজেলা শাখা কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপ সহকারী প্রকৌশলী এ টি এম মোনায়েম হোসেন বলেন, বাঁধে মাটি ফেলার কাজ শতভাগ শেষ। এখন কেবল দুর্মুজ ও ঘাস লাগানোর কাজ চলছে। বৃষ্টি না হওয়ার কারণে ঘাস লাগানোর কাজ বিলম্বিত হচ্ছে। তিনি আরো বলেন, যেসব বাঁধের কাজের ব্যাপারে অনিয়মের অভিযোগ এসেছিল তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে। কাজের টেকসই মান ঠিক রাখতে প্রতিটি বাঁধের কাজ সরেজমিনে গিয়ে মনিটরিং করা হয়েছে।

0 Shares