Home » সারাদেশ » নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাস

নিখোঁজ বাদল কৃষ্ণ বিশ্বাস

 

বরিশাল জেলার গৌরনদী উপজেলার প্রতিনিধি- অমৃত লাল সুতার :

নিখোঁজের নয়(৯) দিন অতিবাহিত হলেও এখনো খুঁজে পাওয়া যায়নি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার সাবরেজিস্ট্রার ও বরিশালের উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের কারফা গ্রামের মৃত অনিল কুমার বিশ্বাসের ছেলে “বাদল কৃষ্ণ বিশ্বাসকে”। তিনি ২০ এপ্রিল বৃহস্পতিবার রাত ৯টায় সময় নিজ বাড়ির সামন থেকে নিখোঁজ হন। সাবরেজিস্ট্রার বাদল কৃষ্ণ বিশ্বাস গত ১৮ এপ্রিল সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি কারফা আসেন। ২০ এপ্রিল সন্ধ্যার পরে তার ছোট ছেলে অংকিত বিশ্বাসকে সাথে নিয়ে কারফা বাজারে যান এবং রাত পোনে ৯টায় বাড়িতে এসে আবার পাসের একটি বিয়ে বাড়িতে ছোট ছেলে অংকিত বিশ্বাসকে এগিয়ে দিয়ে তিনি তার একটি মৎস্য ঘেরে খাবার দিতে যাচ্ছিলেন। তার বাড়ির সিসিটিভি ফুটেজে এটুকুই দেখা গেছে। সিসিটিভির আওতামুক্ত হবার পর থেকেই তিনি নিখোঁজ হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। পরের দিন ২১ এপ্রিল তার ছেলে অংকন বিশ্বাস উজিরপুর থানায় একটি জিডি করেন এমতাঅবস্তায় পুলিশ ও এলাকাবাসী বিভিন্ন স্থানে তন্ন তন্ন করে খুঁজেও এখন পর্যন্ত তার কোন সন্ধ্যান পাওয়া যায় নি। উজিরপুর থানার অফিসার ইনচার্য কামরুল হাসান বলেছেন নিখোঁজ সাবরেজিস্ট্রার বাদল বিশ্বাসকে খুঁজে পেতে পুলিশের একাধিক টিম কাজ করতেছে। তথ্য প্রযুক্তির সহায়তা সহ বিভিন্ন মাধ্যমে তাকে খোঁজার জন্য তৎপরতা অব্যাহত রয়েছে। এলাকাবাসী মনে করেন বাদল কৃষ্ণ বিশ্বাস ছিলেন একজন পরোপকারী মানুষ। প্রতিবেশী ও পরিবারের একটাই চাওয়া যেকোনো মূল্যে তাকে যেনো ফিরে পান তাদের মাঝে। এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সরকার ও আইন শৃঙ্খলা প্রশাসন বাহিনীর কাছে।

0 Shares