নিউটার্ন ডেস্ক :
নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের প্রতীক তালিকায় যুক্ত হয়েছে শাপলা কলি। আজ ইসির এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।বিবিসি
ইসি সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে, শাপলা কলি, সিঁড়ি, সূর্যমুখি, হ্যান্ডশেক–– নতুন এই চারটি প্রতীক তালিকায় যুক্ত করা হয়েছে।
প্রসঙ্গত, দলের নির্বাচনী প্রতীক হিসেবে শুরু থেকেই শাপলা চেয়ে আসছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি। রাজনৈতিক দল হিসেবে দলটির নিবন্ধন আটকে আছে এই ইস্যুতে।
প্রতীক চূড়ান্ত হলে দলটিকে নিবন্ধন সনদ দেয়া হবে। কিন্তু প্রতীক ইস্যুতেই দুটি ভিন্ন অবস্থানে অনড় ছিল এনসিপি ও নির্বাচন কমিশন।
শাপলা রাজনৈতিক দলের জন্য তৈরি করা প্রতীকের তালিকাতেই নেই বলে জানায় ইসি। শাপলার বদলে গেজেটকৃত ৫০টি প্রতীকের থেকে যে কোনো একটিকে বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় কমিশন।
তবে এনসিপি শাপলার দাবিতেই অনড় ছিল।
এনসিপির যুগ্ম সদস্য সচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন বিবিসি বাংলাকে জানান, তারা মাত্রই ইসির প্রতীক তালিকায় শাপলা কলি যুক্ত হওয়ার বিষয়টি জেনেছেন। এই প্রতীক নেবেন কি না সেব্যাপারে দলীয় ফারামে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন তারা।
তিনি আরও বলেন, কীভাবে তালিকায় প্রতীক যুক্ত করা হচ্ছে- এই প্রক্রিয়া সম্পর্কে তারা জানতে চাইবেন ইসির কাছে।
Newturn24.com Latest News Portal