Home » সারাদেশ » নেত্রকোনায় সড়ক সংস্কারের দাবিতে সমাবেশ – মানববন্ধন

নেত্রকোনায় সড়ক সংস্কারের দাবিতে সমাবেশ – মানববন্ধন

 

নেত্রকোনা থেকে ফয়সাল চৌধুরী :
নেত্রকোনার মেদনী থেকে সিধলী পর্যন্ত সড়কের দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর উদ্যোগে আজ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়৷

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। খানাখন্দে ভরা রাস্তার কারণে প্রতিদিন যাতায়াতকারী সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন ও কৃষিজ পণ্য বাজারজাত করতে বিপাকে পড়তে হচ্ছে এলাকাবাসীকে।

মানববন্ধনে বক্তারা দ্রুত সড়ক সংস্কারের দাবি জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো কার্যকর উদ্যোগ নেয়া হয়নি। অবিলম্বে সংস্কারের কাজ শুরু না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এতে বক্তব্য রাখেন : নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক খন্দকার
অলি উল্লাহ, চন্দ্রনাথ ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আনোয়ার হাসান, এডভোকেট রুবিনা নাসরিন, শিক্ষক কনক পন্ডিত,
জমিয়তে উলামায়ে ইসলামী নেত্রকোণা সদরের সভাপতি, জামিয়া মিফতাহুল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ তাহের কাশেমী,
সাংবাদিক শফিকুল ইসলাম কুদ্দুস,
সহকারী শিক্ষক, মো. হাবিবুর রহমান হাবিব, শেখ মনোয়ার হাসান, সিধলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাখাওয়াত হোসেন, নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম ও গিয়াস উদ্দিন , সাংবাদিক মোনায়েম
এবং তারেক আবির ৷

0 Shares