Home » জাতীয় » পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানাসহ নিষিদ্ধ পলিথিন জব্দ

পরিবেশ অধিদপ্তরের অভিযানে জরিমানাসহ নিষিদ্ধ পলিথিন জব্দ

 

 

 

ঢাকা :

পরিবেশ অধিদপ্তর গতকাল ভোলা ও নড়াইল জেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে নিষিদ্ধ পলিথিন উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতের অপরাধে ২টি মামলায় ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এসময় ২ হাজার ৫৪৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

এছাড়া, গতকাল চুয়াডাঙ্গা ও রাজবাড়ীতে শব্দদূষণ বিরোধী ৩টি মোবাইল কোর্ট অভিযানে ৮টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। ১৬টি হাইড্রোলিক হর্ণ জব্দ করা হয়। এসময় বাজার, সুপারশপ ও দোকান মালিকসহ সাধারণ জনগণকে সতর্ক এবং লিফলেট বিতরণ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
-ত.বি.

0 Shares