নিউটার্ন ডেস্কঃ
প্রাণ-আরএফএল গ্রুপে ‘ই-কমার্স প্রো (এনওপ কমার্স)’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।
আরও পড়ুনঃ ৬০ পদে চাকরির সুযোগ দিচ্ছে ইভ্যালি
স্কয়ার টয়লেট্রিজে নিয়োগ বিজ্ঞপ্তি
পদের নাম: ই-কমার্স প্রো (এনওপ কমার্স)
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: বিএসসি ইন সিএসই
অভিজ্ঞতা: ০৩-০৫ বছর
বেতন: আলোচনা সাপেক্ষে
চাকরির ধরন: ফুল টাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: ঢাকা
আবেদনের নিয়ম: আগ্রহীরা https://www.jagojobs.com/software-it/142435 এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ জানুয়ারি ২০২১
সূত্র: জাগোজবস ডটকম
নিউটার্ন২৪/Rp
 Newturn24.com Latest News Portal
Newturn24.com Latest News Portal
				 
		